Abdur Rahman College

Abdur Rahman College

আবদুর রহমান কলেজ

   (প্রতিষ্ঠাতা- মোহাম্মদ আবদুর রহমান)
          আবদুল্লাহপুর, সদর, ময়মনসিংহ

About Us

কলেজের সংক্ষিপ্ত পরিচিতি

আবদুর রহমান কলেজ ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন আবদুল্লাহপুর মৌজায় ২০২১ সালে প্রতিষ্ঠিত একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ। ময়মনসিংহ সদর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদের উত্তর পাড়ের তুলনামূলকভাবে অনগ্রসর চরাঞ্চলের সীমিত আয়ের পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার পথকে সুগম করার লক্ষ্যে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে। কলেজটির EIIN 139652 এবং College Code 8696। বর্তমানে অত্র কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চলমান রয়েছে। কলেজটির প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ২০২৫ সালে এইচ.এস.সি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

প্রতিষ্ঠাতা ও সভাপতির কথা

মোহাম্মদ আবদুর রহমান

প্রতিষ্ঠাতা ও সভাপতি
আবদুর রহমান কলেজ

আলোকিত মানুষ গড়াই আমাদের অঙ্গীকার

ছাত্রজীবনে কিছুসংখ্যক বয়োজ্যেষ্ঠ জনকল্যাণকামী ব্যক্তির সাথে এলাকার উন্নয়ন কাজ করতে গিয়ে পরানগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় আমার সক্রিয় ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। স্কুল প্রতিষ্ঠায় সফলতা লাভের পর থেকেই এলাকায় একটি কলেজ স্থাপনের স্বপ্ন দেখে আসছিলাম। কিন্তু চাকুরিগত ব্যস্ততা ও নানাবিধ সীমাবদ্ধতার কারণে কলেজ প্রতিষ্ঠায় কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয়ে উঠেনি।

২০০১ সালে আব্বার নামে প্রতিষ্ঠিত “মাওলানা আবদুল ওয়াহেদ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ”- কর্তৃক ঢাকাস্থ সদর দপ্তর এবং ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচী যেমন- বিনামূল্যে চিকিৎসা সেবা, কাফনের কাপড় বিতরণ, দরিদ্র মৃত ব্যক্তির দাফন/সৎকারে সহায়তাসহ অসমর্থ/অসহায়/দুঃস্থ রােগীদের অর্থ সহায়তা ইত্যাদিসহ আরও কিছু অনিয়মিত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পরানগঞ্জ বাজার সংলগ্ন সম্রাট ম্যানসন নামীয় ভবনটি ইতিপূর্বে ফাউন্ডেশনকে দান করি। ময়মনসিংহ অঞ্চলে কার্যক্রম পরিচালনার জন্য ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ফাউন্ডেশনের ময়মনসিংহ আঞ্চলিক নির্বাহী পরিষদ গঠন করা হয়। আমার আবদুল্লাহপুরস্থ বাসভবনে ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের এক অনির্ধারিত মত বিনিময় সভায় নির্বাহী পরিষদের বর্তমান সভাপতি মোঃ মিজানুর রহমান ও সহ সভাপতি মোঃ আজহারুল ইসলাম অনেকটা অপ্রাসংগিকভাবেই এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত সকলেই করতালির মাধ্যমে প্রস্তাবের পক্ষে তাঁদের স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেন। ঘটনার আকস্মিকতায় আমি কিছুটা অবাক হলাম। কিন্তু কেন জানি কোন কিছু না ভেবেই আমি কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সম্মতিসূচক কথা বললাম। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমার অনুরোধের প্রেক্ষিতে হালুয়াঘাট কলেজের তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবদুর রশিদের আহ্বানে গত ২৭/০৩/২০২১খ্রি. তারিখে ফাউন্ডেশনের ময়মনসিংহ আঞ্চলিক নির্বাহী পরিষদের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষানুরাগী এলাকাবাসীর উপস্থিতিতে আবদুল্লাহপুরে একটি কলেজ প্রতিষ্ঠার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সমাবেশেই আমি আমার বাড়ির কাছে আঞ্চলিক সড়ক সংলগ্ন ০১ (এক) একর জমি কলেজের জন্য দান করার ঘোষনা প্রদান করি (পরবর্তীতে আরও ০.৬৩ একর জমি প্রদান করি)। অধিকন্ত কলেজের সীমানা ঘেষে বেগুনবাড়ি-ফুলপুর আঞ্চলিক সড়ক হতে পরানগঞ্জ বাজার-চর শ্রীকলদি পাকা সড়ক পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব জমির উপর দিয়ে ১২ ফুট প্রস্থের প্রায় ১২০০ ফুট দীর্ঘ রাস্তা নির্মাণ করা হয়। পরবর্তীতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত আহ্বানে স্থানীয় ইউনিয়ন পরিষদ কর্তৃক রাস্তাটির নামকরণ করা হয় আবদুর রহমান কলেজ রোড। 

পরবর্তীতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে কলেজ স্থাপনের অনুমতি প্রদান , BANBEIS থেকে EIIN এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ময়মনসিংহ থেকে পাঠদানের অনুমতি প্রদান সহ College Code ও অন্যান্য বিষয় বাস্তবায়ন করা হয় |

– মোহাম্মদ আবদুর রহমান

Govt Approved Departments

আবদুর রহমান কলেজ - পরিসংখ্যান

বিভাগ ও আসন

ক্রমিক শাখা আসন সংখ্যা
মানবিক ৯০
ব্যবসায় শিক্ষা ৬০

স্মারক

প্রচার